সোমবার হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে এ খবর প্রকাশ করেন পরিচালকের স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা জানান, পরিচালকের ব্রেন স্ট্রোক হয়েছে। এরপর থেকেই ফারুকিকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।
তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন ‘ডুব’ ছবির পরিচালক। তিশা বাংলাদেশি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার পরিচালকের সিটি এনজিওগ্রাম করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফারুকীর সম্ভবত অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তবে পরিচালককে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে পরিচালকের। অন্যদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-এর কর্নধার রেদওয়ান রনি বলেন, ফারুকী এখন আগের চেয়ে অনেক ভালো। কাছের মানুষদের চিনতে পারছেন। তবে তাঁকে আপাতত আইসিইউতে রাখা হবে।
ফারুকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র জগতের আলোকিত ব্যক্তিরা পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তিশার পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘‘আপনার আশু আরোগ্য কামনা করি বড় ভাই মোস্তফা সরওয়ার ফারুকী।’’ সোমবার গভীর রাতে ফেসবুকে তিশা লেখেন, ‘‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যেতেই অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়। ছোট্ট একটা ব্রেন স্ট্রোক হয়েছে। আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন আপাতত। সকলে তাঁর আরোগ্য কামনা করুন।’’ তখন থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পরিচালকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।