গত প্রায় ৩ বছর ধরে ব্রেইন টিউমারে ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল। আর এ কারনে বেশ কয়েকবার চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে তাকে। তবে এরই মধ্যে জানা গেছে, শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটায় ঢাকা রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার সহধর্মিনী চৈতি ফারহানা রূপা।
তিনি জানিয়েছেন, ‘দোয়া করবেন রুবেলের জন্য। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়। ’
সর্বশেষ কদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি শেষে নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা জানিয়েছিলেন তিনি। তখন মনে হচ্ছিলো, সুস্থ হওয়ার পথে মোশাররফ রুবেল। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন! হঠাৎই শরীর খারাপ হয়ে গেছে জাতীয় দলের এ সাবেক বাঁহাতি স্পিনারের।
বয়সটা কেবল ৩৯-এ পড়েছে। জাতীয় দলের পাঠ চুকালেও ঘরোয়া ক্রিকেটের সমৃদ্ধ ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল মোশাররফ হোসেন রুবেলের সামনে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি।
গত ২০১৯ সালের মার্চে ব্রেইন টিউমার ধরা পড়ার পর থেকে দেশে-বিদেশে চিকিৎসা করিয়েছেন তিনি। কিন্তু শত চেষ্টা করেও মেলেনি কোনো ফল। ব্রেইন টিউমার তো ভালো হলই না, বরং আরো কয়েকটি রোগে আক্রান্ত হয়েছে তিনি। এই মুহুর্তে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, রয়েছেন আইসিইউতে।