Sunday , January 12 2025
Breaking News
Home / opinion / আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক : বললেন রুমিন ফারহানা

আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক : বললেন রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বর্তমান সময়ের সব থেকে আলোচিত একটি নাম এটি। দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই নামটি এখন সব থেকে বেশি চর্চিত হয়ে থাকে সবখানে। বিশেষ করে বিএনপির হয়ে যখন কথা বলার কেউ নেই ঠিক সময়েই তার গলা শোনা যায় সব থেকে বেশি। সম্প্রতি আবারো তিনি সরব হয়েছেন। এবার কথা বলেছেন নির্বাচন নিয়ে।আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ নিয়ে কিন্তু আইনের কথা বারবার আসে। কিন্তু সেখানে তিনটা অপশনের একটা হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এরকম আর কোনো অপশন রাখা হয়নি। এখানে আইন প্রণয়ন বাধ্যতামূলক। এখানে আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক। আর এই কমিশনের কোনো অন্যায় বা ব্যত্যয়ের বিধান এই আইনে রাখা হয়নি। আমরা আজকে ভোটার দিবসের কথা শুনি, ভোটার তালিকা তৈরির কথা শুনি, সীমানা নির্ধারণের কথা শুনি, নির্বাচন কমিশন গঠনের কথা শুনি। কিন্তু ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের পরে এই শব্দগুলোর আর কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা সেই প্রশ্ন আমি সংসদে রেখে গেলাম।’

তিনি আরো যুক্ত করেন, দেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ নয়। ওই মন্ত্রী আরো বলেন, আমিতো মন্ত্রী পড়ায় থাকি না, যে এলাকায় থাকি সে এলাকায় ‘BBS’ ভালোভাবে লোক গণনা করেনি। মাননীয় স্পিকার, উনি আমাদের তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সেই একই সভায় তৎকালীন খাদ্যমন্ত্রী বর্তমান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক খাদ্য বরাদ্দের হিসাব দেখিয়ে প্রমাণ করেছিলেন যে, ‘BBS’ এর আদমশুমারিতে বাস্তবতা বিবর্জিত তথ্য আসছে। মাননীয় স্পিকার, আমি যে ঘটনার কথা বললাম এটি ২০১১ সালে হওয়া পঞ্চম আদমশুমারির পরের ঘটনা।

বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় স্পিকার, জাতীয় সংসদের নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণের মূল কারণ জনসংখ্যার পুনঃবিন্যাস। ২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি হওয়ার কথা। আগামী সংসদ নির্বাচনের আগে নতুন করে আবার সীমানা নির্ধারণ হওয়ার কথা আছে। জনগণের সমর্থন না পাওয়া সরকার ২০১১ সালের আদমশুমারি নিয়ে যে খেলা খেলেছে সেটা দেখলে যে কেউ খুব সহজে বুঝে যাবে নির্বাচনের এ অবস্থায় দাঁড়িয়ে আদমশুমারি এখন কতটা ভয়াভহ হতে পারে। এই আদমশুমারির উপর ভিত্তি করে কিভাবে সংসদ নির্বাচনের সীমানা পুনঃনির্ধারণ করা সম্ভব?’

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, এই বিল পড়তে গিয়ে সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদ পড়লাম। সেখানে উল্লেখ আছে, একক নির্বাচনী এলাকাগুলো থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবার কথা। মনে পড়ে গেল ২০১৪ সালের ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনের কথা। যখন একটি মাত্র ভোট পড়ার আগেই সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের বেশি আসন জিতে গিয়েছিলো ক্ষমতাসীন জোট। এরপর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্নভাবে সেই ক্ষমতার মেয়াদ পূর্ণ করা হয়। ভবিষ্যতে মানুষ আর কবে প্রত্যক্ষ ভোট দিতে পারবে সেটা আল্লাহ মালুম।’

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। সেই সাথে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী সাংসদ হিসেবে। আর সেই থেকেই তিনি কথা বলে যাচ্ছেন তার দল ও বেগম জিয়াকে নিয়ে।

About Ibrahim Hassan

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *