Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / আইনে আটকে রানওয়েতে ৪ ঘন্টা বিমানেই থাকতে হলো ১৫৮ যাত্রীর

আইনে আটকে রানওয়েতে ৪ ঘন্টা বিমানেই থাকতে হলো ১৫৮ যাত্রীর

সাম্প্রতিক সময়ে ভারতে বিমানে ত্রুটির অধিক পরিমাণে ধরা পড়ছে। যার কারনে বিপত্তিতে পড়ছে বিমানের যাত্রীরা। এর আগে বিমানে ত্রুটির কারণে মাঝ আকাশ থেকেও বিমান অবতরণ করতে বাধ্য হয়েছে পাইলটেরা। এবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া বিমান কলকাতায় যান্ত্রিক ত্রুটিতে পড়ে, যার কারণে প্লেনের ১২৮ জন ছাত্রীকে চারঘণ্টা রা রানওয়েতে থাকতে হয়।

ফ্লাইট বিজি-৩৯৬ সোমবার (১৮ জুলাই) রাত ৮:৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রায় চার ঘণ্টা ফ্লাইটটি রানওয়েতে আটকে ছিল। এ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় ১৫৮ যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ত্রুটি কাটিয়ে বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিমানের বোয়িং-৭৩৭ এয়ারক্রাফটে কী ঘটেছে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গনমাধ্যমকে বলেন, উড়োজাহাজটি উড্ডয়নের ঠিক আগে পেছনের ইন্ডিকেটরে ত্রুটির সম্মুখীন হয়েছিল। কলকাতা বিমানবন্দরের প্রকৌশলীরা তখন বিমানটিকে রানওয়ের কাছে রেখে ত্রুটির খোঁজ করেন। এ কাজের জন্য বিমানের এসি ও অন্যান্য ইঞ্জিন বন্ধ রাখা হয়। প্রায় এক ঘণ্টা পর সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রস্তুত হয় বিমানটি। সেই মুহুর্তে, বিমান সংস্থাটিতে আবার একই ধরনের ত্রুটি ধরা পড়ে। তবে এই ত্রুটি সারতে কত সময় লাগবে সেটা সেই সময় বলতে পারেননি প্রকৌশলীরা। এতে গরমে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, বিমানবন্দর থেকে বিমান ছাড়ার সময় রানওয়েতে যাত্রী নামানোর বা তোলার কোনো সুযোগ থাকে না। আইনে এমনটাই বলা আছে। আর ত্রুটি সারতে ঠিক কত সময় লাগবে তা বলতে পারেননি প্রকৌশলীরা। পরে সব ত্রুটি সারিয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

বিমানের যাত্রী শওকত হোসেন গনমাধ্যমকে বলেন, প্রায় চার ঘণ্টা ধরে এসি বন্ধ ছিল। গরমে ক্লান্ত হয়ে পড়েন যাত্রীরা। এতে এক যাত্রী গু”রু/তর অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা ১টা ৩৪ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

About bisso Jit

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *