চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দনকে পুলিশ ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে চন্দনকে গ্রেপ্তারে অভিযানে নেতৃত্ব দেয় ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানার যৌথ পুলিশ দল। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমডি শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের সময়কার ভিডিও ফুটেজে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট এবং কালো প্যান্ট পরিহিত চন্দন (৩৫) ছুরি হাতে সাইফুলকে আঘাত করছেন। মাথায় হেলমেট পরা চন্দনকে ওই ফুটেজে স্পষ্ট দেখা যায়।
পুলিশ জানায়, হত্যার পর থেকেই চন্দন আত্মগোপনে ছিলেন। তাকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতন জাগোর জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের সূত্রপাত হয়। চিন্ময়ের অনুসারীরা আদালত থেকে প্রিজন ভ্যান বের হতে বাধা দেন এবং আইনজীবী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুলকে আদালত চত্বরের বাইরে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় সাইফুলের ভাই আরও ১১৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে চন্দনের গ্রেপ্তার ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে, যা বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।