Friday , January 10 2025
Breaking News
Home / opinion / আইকনকে বাটপারে রূপান্তর করার উদ্যোগ যে ক্ষতি করা হয়েছে, দয়া করে সাবিনা,মনিকাদের তা করবেন না : মোর্তজা

আইকনকে বাটপারে রূপান্তর করার উদ্যোগ যে ক্ষতি করা হয়েছে, দয়া করে সাবিনা,মনিকাদের তা করবেন না : মোর্তজা

সম্প্রতি ফুটবলে যে নৈপূর্ন্য দেখাচ্ছে বাংদেশের নারী ফুটবল খেলোয়াড়রা সত্যই অবাক হওয়ার মতো। কিন্তু তাদের সাফেল্যর পিছনে যাদের অবদান রয়েছে তাদের প্রশংসা না করার উপায় নেই। যারা দেশের জন্য এসব গৌরব বয়ে আনছে তাদের অবদানের জন্য শুধু পূরস্কার নয় আর্থিক ভাবে সহযোগিতা করা উচিত। তবে তাদেরকে নিয়ে রাজনৈতিক ফায়দা উঠানোর চেষ্টা করা আদৌও উচিত হবে না বলে মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা পাঠকদের জন্য সেটি নিচে তুলে ধরা হলো।

সাবিনা,সানজিদা,কৃঞ্চা,মনিকা চাকমা বৈচিত্রপূর্ণ এই দলটি দেশের জন্যে সম্মান বয়ে আনলেন।

এখন যা করণীয় যা বর্জণীয়:
প্রথমে আর্থিক নিশ্চয়তা প্রদান এবং উন্নততর কোচিংয়ের ব্যবস্থা করা দরকার।

দ্বিতীয়ত, মাশরাফি আর সাকিবের মত এদেরকে রাজনীতিতে টেনে আনবেন না।আইকনকে বাটপারে রূপান্তর করার উদ্যোগ নিয়ে ক্রিকেটের যে ক্ষতি করা হয়েছে,দয়া করে সাবিনা,মনিকাদের ক্ষেত্রে তা করবেন না।
এই কৃতিত্ব কোনো রাজনীতির না।সোনালি মেয়েগুলোর কৃতিত্ব শুধু তাদেরই,তাদের প্রশিক্ষকদেরই।

প্রসঙ্গত, রাজনীতি করনে জন্য দেশের অনেক সম্ভবনাময় খাতগুলো ধ্বংসের মুখে পড়েছে। অথচ এগুলো শুরু দেশের অর্থাপর্জনের নয় সন্মান বয়ে আনতে পারত।

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *