Monday , November 11 2024
Breaking News
Home / Countrywide / আঁখির বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও, বাফুফে বলছে সব ঠিক আছে

আঁখির বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও, বাফুফে বলছে সব ঠিক আছে

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম এক তারকার নাম আঁখি খাতুন। সাফ জয়ী হওয়ার পেছনে তার অবদান কোনো অংশে কম নয়। গত সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানোর পর রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফেরেন তিনি। তবে দেশে ফিরতে না ফিরতেই পান দুঃসংবাদ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আট শতক (পাঁচ কাঠার বেশি) জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জমি নিয়ে নাজেহাল হতে হয়েছে আঁখির বাবাকে। পুলিশ এসে সরকারের কাছ থেকে পাওয়া জমি নিয়ে তার বাবাকে শাসিয়ে গেছেন।

খবর, আঁখির বাবাকে শাসিয়ে থানা থেকে গিয়ে পুলিশ একটি কাগজে সই করতে বলে। তার বাবা রাজি না হওয়ায় তাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়, গণমাধ্যমে জানিয়েছেন আঁখি।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন ছুটে যায় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দিকে। তিনি বলেন, ‘এ বিষয়ে আঁখির সঙ্গে এরই মধ্যে দুবার কথা হয়েছে। তিনি বলেন, এখন সবকিছু ঠিক আছে। আমরা এটা সম্পর্কে সব দেখছি, আশা করি এর সমাধান হবে।

২১ জুন আঁখি বাফে অফিসে তার বাবার সঙ্গে জমির দলিল স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পর তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে সুন্দর পরিবেশে থাকার জায়গা দিয়েছেন।

এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম এই খেলোয়াড় ও তার পরিবারের সঙ্গে পুলিশের এমন আচরণ কোনো ভাবেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। জানিয়েছেন তীব্র নিন্দা।

About Rasel Khalifa

Check Also

নির্মাতা ফারুকীসহ উপদেষ্টা পরিষদে স্থান পেলেন যারা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন নতুন সদস্য যোগ দিচ্ছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *