Tuesday , December 24 2024
Breaking News
Home / Countrywide / অ্যাম্বুলেন্সের বেডে শুয়ে পদ্মা সেতু নিয়ে বাবার কাছে শেষ ইচ্ছার কথা জানলেন ছেলে

অ্যাম্বুলেন্সের বেডে শুয়ে পদ্মা সেতু নিয়ে বাবার কাছে শেষ ইচ্ছার কথা জানলেন ছেলে

স্বপ্নের পদ্মা সেতু ( Padma Bridge ) তৈরী করা কে কেন্দ্র করে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে সব বাধাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত পদ্মা সেতু ( Padma Bridge ) তৈরী করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। এই সেতুর দক্ষিন বঙ্গের ( South Bengal ) মানুষের ভাগ্যের পরিবর্তনে ভূমিকা রাখবে। এবার এই পদ্মা সেতু ( Padma Bridge ) দেখার আকুতি জানাল এক মুমূর্ষু রোগী।

লিভারের জটিল রোগে আক্রান্ত এক যুবকের আইসিইউতে পদ্মা সেতু ( Padma Bridge ) দেখতে যাওয়ার আবেগঘন ঘটনার বর্ণনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ( Nasrul Hamid. ) তিনি বলেন, “পদ্মা সেতু ( Padma Bridge ) কারো কাছে স্বপ্ন, কারও কাছে গর্বের, কারও কাছে প্রেরণার, কারও কাছে দৃঢ় সংকল্প। কিন্তু কারো জীবনের শেষ ইচ্ছা—এটা কি অনুমেয়?’

প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড সামাজিক ফেস/বুক পেজে ঘটনার বর্ণনা দেন।

তিনি লিখেছেন, ‘হ্যাঁ, পদ্মা সেতু দেখা আমার জীবনের শেষ ইচ্ছা—এমন আবেগঘন ঘটনা ঘটেছে। গত বুধবার লিভারের জটিল রোগে আইসিইউতে থাকা এক যুবক তার বাবার কাছে পদ্মা সেতু দেখার ইচ্ছা প্রকাশ করেন। কারণ, আপনার এবং আমার মতো তিনিও খবরে দেখেছেন যে বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্থাপনা পদ্মা সেতু শিগগিরই চালু হবে। কিন্তু ততদিনে হয়তো জীবনের আলো নিভে যাবে। হাসপাতালের আইসিইউ-তে শুয়ে মুমূর্ষু সন্তান তাই বাবা-মার কাছে শেষ আবদার হিসেবে বলেছে, মৃ/ত্যুর আগে নিজের চোখে পদ্মা সেতু দেখতে চায় সে। ‘

নসরুল হামিদ লিখেছেন, ‘বাবা সন্তানের শেষ ইচ্ছা পূরণের জন্য একটি আইসিইউ-সজ্জিত অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলেন। এরপর অ্যাম্বুলেন্স তাকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে শুয়েই পদ্মা সেতু দেখলো অসুস্থ ছেলেটি। ‘

তিনি আরও বলেন, ‘এ ঘটনাকে কী বলবেন? শুধু একজন যুবকের শেষ ইচ্ছা কি? নাকি গর্বিত বাংলাদেশ দেখার ইচ্ছা? হয়তো তার কাছে শেষবারের মতো বেঁচে থাকার প্রেরণার কারণও হতে পারে শত প্রতিকূলতা ডিঙিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো এই পদ্মা সেতু। ‘

প্রতিমন্ত্রী আরও বলেন, এই সেতু যেভাবে বাঙালি জাতিকে বিশ্বের বুকে গর্বিত করেছে, মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে, সাহস ও দৃঢ় প্রত্যয় জুগিয়েছে উন্নত বাংলাদেশ গড়ার; স্বপ্নের পদ্মা সেতু হয়ে উঠেছে প্রতিটি সচেতন মানুষের মনে সাহসের প্রেরণা ও শত চ্যালেঞ্জ মোকাবেলা করার অনুপ্রেরণার প্রতীক।’জয় বাংলা!’

প্রসঙ্গত, বাংলাদেশের মানুষের স্বপ্ন পদ্মা সেতু। সেই স্বপ্ন আজ বাস্তবে রুপ লাভ করেছে। শর্ত বাধা অভিক্রম করে আজ বাঙ্গালির স্বপ্ন পূরন হল শেখ হাসিনার নেতৃত্বে।

 

About Babu

Check Also

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *