অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর পর আলোচনায় আসে- একটি অ্যাপে লাইভে গিয়ে নিয়মিত জুয়া খেলেছেন তিনি। সম্প্রতি এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সেখানে লাইভ করে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন। গত দুদিন ধরে বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় হয়।
মৌসুমীকে নিয়ে এমন গুঞ্জনে বেশ ক্ষুব্ধ তার স্বামী ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, কবে সেই অ্যাপে ছিলো মৌসুমী? প্রমাণ দিতে হবে! ওই অ্যাপে মৌসুমীর কোনো আইডি ছিল না।
খোঁজ নিয়ে জানা যায়, মৌসুমী কোনো লাইভে অংশ নেননি। যে দুই/একটি ছবি বা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়া।
বিষয়টি নিয়ে ওমর সানী বলেন, আমি জানি না কিভাবে এবং কারা ছড়িয়েছে। দেশে গুজব ছড়াতে সময় লাগে না। কেন ছড়ায় তাও বোঝা যায় না। এই প্রশ্নের সত্যিই কোন উত্তর নেই। তবে আমি বলব, ধরনের গুজবে কেউ কান দেবেন না।