ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বাপ্পি চৌধুরী, ক্যরিয়ারে এখন পর্যন্ত তিনি অনেকটাই সফল অভিনেতা।তেমন জনপ্রিয়তা না থাকলেও তাদের ভক্ত আওনুরাগীদের সংখ্যা কম নয়। সিনেমার মাধ্যমে তিনি যতটা আলোচনায় আসেন তার থেকে বেশি আলোচনায় আসেন তার ব্যক্তিগত জীবন নিয়ে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পী চৌধুরী। যেখানে তিনি মিশাকে ‘সুবিধাবাদী’ বলেছেন। লাইভ অনুষ্ঠানে বাপ্পী চৌধুরী বলেন, যেখানে প্রবণতা আছে, সেখানেই ঝাঁপ দেন। আমাদের মিশা ভাইয়ের মতো। ‘পরাণ’ ট্রেন্ডে চলছে মিশা ভাই ‘পরাণ’ ট্রেন্ডে। ‘বাতাস’ ধারায় ‘বাতাস’ চলছে। সুবিধাবাদী প্রবণতা আর কি?
বাপ্পীর মন্তব্যের পর এ বিষয়ে মুখ খুললেন মিশা। তিনি বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে মিশা সওদাগর করেছে। তাই চলচ্চিত্রের স্বার্থে যেখানেই আমাকে ডাকবেন, সেখানেই পাবেন। কে কি বলল তা ভাবার সময় এখন নয়। ছোট বয়সে বিয়ে করলে বাপ্পির মতো ছেলে পেতাম। তাই আমি মনে করি বাপ্পী আমার ছেলের মতো। ছেলে তার বাবাকে নিয়ে মজা করতে পারে। তাই বাবা কখনোই ছেলের সাথে অসভ্য হতে পারে না। বাপ্পীর বয়স কম, কথাগুলো হয়তো না বুঝেই বলেছে। সন্তান খারাপ হলে একজন বাবা কখনোই চান না সন্তান খারাপ হোক।
বাপ্পীর সিনেমা দিয়ে ধারায় ভাসতে চাই উল্লেখ করে মিশা সওদাগর বলেন, আমিও চাই বাপ্পী ভবিষ্যতে আরও ভালো কাজ করুক। আমিও তার সিনেমা দিয়ে ট্রেন্ডে ভাসতে চাই। আমি দৌড়াতে চাই এবং তার সিনেমা নিয়েও কথা বলতে চাই। তার জন্য শুভ কামনা।
উল্লেখ্য, মিশা সওদাগর বাংলাদেশের খলনায়কদের মধ্যে অন্যতম একজন। তিনি বাংলাদেশ চলচিত্র সমিতির সভাপতি হিসেবে দির্ঘদিন দ্বায়িত্ব পালন করেছেন যার সুবাদে শিল্পি সমাজ তাকে বেশ সমিহ করেন এবং তিনি মানুষকে যথেষ্ট সম্মান করেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ভাল মনের মানুষ