বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান-অমৃতা সিং। দাম্পত্য জীবনে কলহের জের ধরে মাত্র ১৩ বছরের মাথায় সাংসারিক জীবনের ইতি টানেন তারা। আর সেই থেকে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দুজনেই। তবে একটা সময়ে বড়পর্দায় গুণী এই জুটির কাজের উপস্থাপনা দেখে নেতিবাচক ধারণা করেছিলেন তাদেরই একমাত্র কন্যা সারী আলী খান।
এ ব্যাপারে সারা নিজেই জানিয়েছেন, বাবা সাইফ আলি খানের সিনেমা দেখে তাকে খারাপ মানুষ ও মা অমৃতা সিংয়ের সিনেমা দেখে মনে হয়েছিলো তিনি পর্ন বানান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সারা। তিনি বলেন, ‘ওমকারা’ ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে সাইফকে দেখে ছোট্ট সারা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল, তার বাবা কেবল খারাপ শব্দই ব্যবহার করেন। অন্য দিকে ‘কলিযুগ’ ছবিতে নিজের মা-কে অভিনয় করতে দেখে তার ধারণা হয়েছিল, অমৃতা পর্ন বানানোর পেশার সঙ্গে যুক্ত। কারণ সেই ছবিতে অন্তরঙ্গ দৃশ্যের আধিক্য ছিল।
ঘটনাচক্রে সেই দু’টি ছবির জন্য সইফ এবং অমৃতা সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে মনোনীত হন। বিষয়টি নিয়ে সাইফ-কন্যা জানান, ‘আমি অবাক হয়েছিলাম তাদের পুরস্কার পাওয়ার কথা শুনে। ভেবেছিলাম, কেন ওই সবের জন্য সেরার তালিকায় নাম লেখা হল তাদের?’
উল্লেখ্য, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১৯৯১ সালে অমৃতা সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সাইফ আলী খান। এরপর দাম্পত্য জীবনের মাত্র ৪ বছরের মাথায় ঘর আলো করে জন্ম হয় তাদের একমাত্র মেয়ে সারার। এরপর ২০০১ সালে জন্ম হয় পুত্র ইব্রাহিম আলি খানের। বর্তমানে নিজের মতো করে দিন কাটাচ্ছেন সাইফ-অমৃতা।