ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে টাকা আত্মসাৎ ও শিডিউল প্রতারণার অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।
তিনি প্রতিষ্ঠানটি থেকে ৫০ লাখে ২৪টি নাটকের জন্য চুক্তিবদ্ধ হন। তবে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন আলফা আই।
প্রতিষ্ঠানটির মালিক শাহরিয়ার শাকিলের চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকের শুটিং শেষ করার কথা অপূর্বের। গত বছরের অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাকি নাটকগুলো শেষ না করেই আলফা আইয়ের চুক্তি ভেঙে দেন তিনি।
এ ঘটনায় অভিনেতা অপূর্ব আত্মপক্ষ সমর্থন করে বলেন, অভিযোগ সত্য নয়। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। অর্থ আত্মসাতের অভিযোগ তার কাছে মানহানিকর। আমি দীর্ঘদিনের পরিচিত অভিনয়শিল্পী। আমার মতো একজন শিল্পীকে আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।
তবে নির্মাতা শাহরিয়ার শাকিল জানান, অপূর্বর সঙ্গে তাদের যাত্রা দেড় বছরেরও বেশি সময় ধরে। সেই সম্পর্কের কারণে, তারা ২০২২ সালে একসঙ্গে ২৪টি নাটকের শুটিং করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করে। ২৪টি নাটকের শুটিংয়ের বিপরীতে, অপূর্ব ৩৩ লাখ টাকা নিয়েছিল যার মধ্যে ২৫ লাখ টাকা অগ্রিম এবং ৯টি শুটিংয়ের পরে ৯লাখ টাকা। আরও ১০মাস কেটে যাওয়ার পর, তিনি প্রযোজককে সময়সূচী দেননি।
এ ঘটনায় অবশেষে অপূর্ব বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং আমার সংগঠন অভিনাচিলি সংঘ বিষয়টি দেখছে। এছাড়া টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি অবগত রয়েছে। তারা যাই বলুক।