যৌক্তিক অভিযোগ পেলে মামলা নিতে অস্বীকৃতি জানানো হলে সংশ্লিষ্ট থানার ওসিকে মাত্র এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।
বৈঠকের সময় এক রিকশাচালক অভিযোগ করেন, কামরাঙ্গীরচর এলাকায় তাকে মারধর করা হলেও থানায় মামলা করতে পারেননি। তার অভিযোগ শুনে ডিএমপি কমিশনার বলেন, “মামলা করার মতো যৌক্তিক কারণ থাকলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। যদি কোনো ওসি মামলা নিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে।”
রিকশা-ভ্যান চালকদের চাঁদাবাজি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “গরিব মানুষের কষ্টের টাকা কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি কোনো পুলিশ সদস্য যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে জানান, বিষয়টি বিকেলে চেম্বার আদালতে শুনানির জন্য তোলা হবে। তিনি চালকদের উদ্দেশে বলেন, “আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে চালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর হাইকোর্টের এক আদেশে রাজধানীর ভেতরে ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
আদেশের পর থেকেই চালকেরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছেন। ডিএমপি কমিশনারের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন শ্রমিকদের মধ্যেও নতুন বার্তা দিচ্ছে।