অভিবাসীদের জন্য নাগরিকত্বের নতুন আইনের অনুমোদন দিয়েছে জার্মানি। কর্মী সংকট লাঘব করতে নতুন নাগরিকত্ব আইনের অনুমোদন দিয়েছে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ। নতুন আইনে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমানো হয়েছে এবং সেইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব রাখারও সুযোগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
শুক্রবারের অধিবেশনে, নতুন আইনের পক্ষে ৩৮২টি ভোট পড়েছে এবং ২৩৪টি বিপক্ষে ভোট দেওয়া হয়েছে। ২৩ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।
চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটসসহ (এসপিডি) জোট সরকারের অংশীদার ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) ও গ্রিন পার্টি আইনটির পক্ষে ভোট দিয়েছে। তবে কট্টর ডানপন্থি দল এএফডি-র সঙ্গে এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)।
জার্মান সরকার মনে করে এই আইনের ফলে দক্ষ কর্মী পাওয়া সহজ হবে৷ এতে কর্মী সংকট দূর হবে।
নতুন আইনে, অভিবাসীরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যদি তারা আট বছরের পরিবর্তে পাঁচ বছর ধরে জার্মানিতে থাকেন। জার্মানিতে বর্তমানে এই সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য সদস্যদেশ এবং সুইজারল্যান্ডের নাগরিকদের জন্য উপলব্ধ।