Tuesday , December 24 2024
Breaking News
Home / Countrywide / অভিনয় কিংবা নাচ নয় এবার ভিন্ন জগতে পা রাখলেন মনামী ঘোষ

অভিনয় কিংবা নাচ নয় এবার ভিন্ন জগতে পা রাখলেন মনামী ঘোষ

টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী টাপাটিনি গার্ল মনামী ঘোষ। নাটক সিনেমা এবং নাচের মাধ্যমে তিনি বাংলাদেশ ও ভারতের সিনেমা ও শীল্প প্রেমি মানুষের কাছে বেশ জন্যপ্রিয় হয়ে হঠে।

টাপাটিনি গার্ল। টলিউডে এটাই তার নতুন পরিচয়। বছরের পর বছর মনামী ঘোষের বয়স বাড়ে না! অন্তত ভক্তরা তাই পছন্দ করেন। বয়সকে পিটিয়ে সরু রূপ ধরে রাখা এই নায়িকা এবার হাজির হচ্ছেন নতুন চরিত্রে।

বেলাশুরু অভিনেত্রী লকডাউনে তার নতুন ইউটিউব চ্যানেল খুললেন। কখনো নাচ, কখনো কবিতা, কখনো গান। অলস দিনে ভক্তদের সামনে কোনো না কোনোভাবে নিজেকে মেলে ধরতেন তিনি। তার সঙ্গে অভিনয় করছিলাম। এবার আবারো নতুন চমক নিয়ে হাজির হলেন নায়িকা। ভিটামিন এম আসছে। মনামীর নতুন মিউজিক ভিডিও।

ভিডিওর নামে এম মানে শুধু মনামী নয়। এম মানে সঙ্গীতও। মনামী আনন্দবাজারকে বলেন, বিদেশি ‘পপ’ ও ‘রক’ সংস্কৃতি আমাকে অনুপ্রাণিত করে। সেখান থেকেই এই চিন্তা। নাচ-গানে এমন পারফরম্যান্স সবসময়ই চাইতাম। অভিনয়, নাচ তারপর গান। রূপসীর নানা গুণ দেখে ভক্তরা মুগ্ধ।

অনেক নেটিজেন তার এমন পদক্ষেপের প্রসংসা করেছেন। তকে নতুন রুপে নতুন ভাবে দেখার আগ্রহও প্রকাশ করেছেন অনেকেই। তবে সে কেন হটাৎ এই সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি।

About Nasimul Islam

Check Also

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *