দেশের ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলার ভুয়া খবর প্রকাশিত হওয়ায় তিনি বিব্রত। আজ ৩০ আগস্ট সকাল থেকে দেশের বিভিন্ন গণমাধ্যম জেবার ছবিসহ একটি সংবাদ প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
খবরে জেবা জান্নাতের ছবি ব্যবহার করা হয়েছে। আর এতেই জেবা হতবাক ও বিব্রত।
এ প্রসঙ্গে জেবা জান্নাত ডেইলি বাংলাদেশকে বলেন, ‘সকাল থেকে পরিচিতদের ফোন আসছে। আসল ঘটনা কি জানতে চান। খবরটা শুনে আমিসহ আমার পুরো পরিবার বিব্রত। বেশ কিছু মিডিয়া জেবা চৌধুরীর জায়গায় আমার ছবি ব্যবহার করেছে। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমও রয়েছে তালিকায়। আমি এই অপেশাদারিত্ব দেখে খুব আহত। আমি মনে করি আমাদের মিডিয়াকে আরও দায়িত্বশীল হওয়া উচিত।
প্রসঙ্গত, অর্থ আত্মসাতের মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। তিনিও একজন অভিনেত্রী। গতকাল মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জরিমানা ছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০২২ সালে জেবা চুক্তির মাধ্যমে রানা নামে ভুক্তভোগীর কাছ থেকে ৭ লাখ টাকা নেয়। এরপর তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তিনি তা ব্যাখ্যা করেননি।
পরে ২০২২ সালের ৮ মে ভুক্তভোগী রানা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামি গ্রেপ্তার হন। এরপর জামিনে গিয়ে পলাতক হন। এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।