ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আটক হওয়ার ঘটনাটি। সেইসাথে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে একজন সুদর্শিনী মডেলের। অর্পিতা মুখার্জি নামের এই মডেল-অভিনেত্রীর বাসায় অভিযান চালিয়ে পাহাড় সমান নগদ অর্থ এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তিনি মন্ত্রী পার্থর ঘনিষ্ঠ বলেও জানা গেছে।
শনিবার (২৩ জুলাই) অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
এসময় তার বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা, প্রায় ৫০ লাখ টাকার গয়না, প্রচুর বৈদেশিক মুদ্রা ও ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় কলকাতার শোবিজ জগতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করছেন। অভিনেত্রী শ্রীলেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পুরনো মামলাগুলো দেখুন ইডি। অনেকে আছেন, একে-ওকে ধরে কেস ধামাচাপা দিয়েছেন।’
সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘একে একে সব রাঘব বোয়ালরা এগিয়ে আসবে। কথায় আছে, কান টানলে মাথা আসে। এবার বড় মাথাওয়ালারা ধরা পড়বে।’
শ্রীলেখা দাবি করেন যে, সিনেমা জগত রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত। তিনি মন্তব্য করেন, ‘পুরো চলচ্চিত্রজগৎ এখন রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হয়। ২১শে জুলাই আমাকে মঞ্চে দেখা যায় না। আমি মিছিলে হাঁটি না। অন্য কোনো দলের সমর্থক হিসেবে তিন মাস চাকরির সুযোগ আসেনি।’
উল্লেখ্য, এই ঘটনার পর পশ্চিমবঙ্গজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সকলের মুখে মুখে আলোচিত হচ্ছে বিষয়টি। অনেকে ধারণা করছেন, শিল্পমন্ত্রীর সাথে ওই মডেলের ভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, যার কারণে তার বাসা ব্যবহার করতেন মন্ত্রী। গতকাল এই মডেল বিপুল পরিমান নগদ অর্থের যে রহস্য সেটা ফাঁ”স করে দিয়েছেন বলেও জানা যায়।