গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ৮ টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছন অভিনেত্রী শাহনাজ খুশি।
অভিনেত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা গেছেন।’
অভিনেতার বাবার শান্তি কামনা করে শাহনাজ খুশি আরও বলেন, ‘চঞ্চল ও তার পরিবার এই শোক কাটিয়ে উঠুক। আমি তার জন্য দোয়া করি। চঞ্চলের বাবার ক্রিয়াকাজ হবে তার গ্রামের বাড়ি পাবনায় কামারের দোকানে।’
চঞ্চলের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ১৫ ডিসেম্বর, তিনি প্রথম নেটদুনিয়ায় তার বাবার অসুস্থতার কথা ঘোষণা করেছিলেন। এ সময় অভিনেতা লেখেন, ‘কয়েকদিন ধরে হাসপাতালের বেডে অজ্ঞান হয়ে আছেন বাবা।চোখের জলে আমাদের বুক ভেসে যায় আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। কোনো শিশুই হাসপাতালের বিছানায় বাবা-মায়ের সঙ্গে ভালোভাবে থাকতে পারে না। আমিও ভালো নেই।
বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন চঞ্চল চৌধুরী। অসুস্থ হওয়ার পর থেকেই যতটা সম্ভব বাবার পাশেই ছিলেন তিনি। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন তিনি।