বিশ্বকাপের ১ মাস বিরতির কারনে লিগ ওয়ান ম্যাচ শুরুতে কিছুটা বিলম্ব দেখা দিল। ফের শুরু হলো লিগ ওয়ান। আর এই ম্যাচে গতকাল (বুধবার) রাতে স্ট্রাসবার্গের বিরুদ্ধে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নিজেদের দেশের মাঠে পার্ক দে প্রিন্সেসে পিএসজি খেলে জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি নেই এই ম্যাচে কিন্তু খেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
ম্যাচের ১৪তম মিনিটে নেইমারের ফ্রি কিক থেকে মারকুনিস ডি বক্সে লাফিয়ে উঠে হেড করে এগিয়ে নিয়ে যান পিএসজিকে। লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে মার্কুনিসের নিজের গোলে সমতা আনে স্ট্রাসবার্গ।
ম্যাচের ৬১তম মিনিটে স্ট্রাসবার্গের মিডফিল্ডার অ্যাড্রিয়ান থমাসনের মুখে আঘাত করায় প্রথম হলুদ কার্ড দেখানো হয় নেইমারকে। এক মিনিট পর স্ট্রাসবার্গের ডি বক্সে ডাইভের জন্য রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে, যা লাল কার্ডে পরিণত হয়। নেইমারের ডাইভ রেফারির কাছে অভিনয় মনে হয়েছে। ফলে ৬২ মিনিটে দশজনের দলে পরিণত হয় পিএসজি।
অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে পিএসজিকে ২-১ গোলে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে, ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান শক্তিশালী করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।
নেইমারের এই ধরনের খেলার হালকা বদনাম রয়েছে। তার অনেক ভক্তরা তার ভান ধরার বিষয়টিকে উপভোগ করে থাকেন। তবে কথা হলো এই ধরনের কড়া রেফারির পালায় পড়লে সেখানে বিপত্তি তো তার ভাগ্যে আসতেই পারে।
https://youtu.be/l711YttLtxQ?t=6