মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হকারের ব্যবসা করা ৮ বাংলাদেশিসহ ৩১ অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শহরের কেন্দ্রস্থল প্যাভিলিয়ন শপিং সেন্টার, জালান বুকিত বিনতাং এবং সুরিয়া কেএলসিসির আশপাশে বেশ কয়েকটি হটস্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া অভিবাসীরা কুয়ালালামপুরের জনপ্রিয় নাইট স্পটগুলোর সামনে ফুল ও খেলনা বিক্রি করছিল।
অবৈধ অভিবাসীদের মধ্যে ৮ বাংলাদেশি ছাড়াও ৪ ইন্দোনেশিয়ান, ৬ ভারতীয়, ৪ পাকিস্তানি, ৪ নেপালি, ৩ ফিলিপিনো, একজন আফগান ও একজন সিরিয়ান রয়েছেন। তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়।
শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, আটকদের বয়স ১৯ থেকে ৫০ এর মধ্যে এবং তাদের বিরুদ্ধে ভিজিট পাসের শর্ত লঙ্ঘনে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৩ এর ১৫ ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ বি ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।