বলিউডের অত্যন্ত সাড়া জাগানো ও খ্যাতিমান একজন অভিনেতা শাহরুখ খান। তিনি ভক্তদের মাঝে ‘বলিউড কিং খান’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন। বিশেষজ্ঞদের মোতে, সারাবিশ্বের ৫ জনের এজন তার ভক্ত। তার সফলতায় আজ মুগ্ধ যেন সারাবিশ্ব। তবে গুণী এই অভিনেতার সফলতা দেখার অনেক আগেই মারা গেছেন তার মা-বাবা।
বাবা মীর তাজ মোহাম্মদ খান খুব অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার কয়েক বছর পর মা লতিফ ফাতেমা ডায়াবেটিসের কারণে শয্যাশায়ী হন। সেই সময়ের বেশ কিছু স্মৃতি এখনও কাঁদায় বলিউডের এই ‘বাদশাকে’।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে যে ২০১৪ সালে, অনুপম খের-এর শো ‘কুছ ভি হো সাকতা হ্যায়’-তে-এ উপস্থিত হয়ে শাহরুখ তার বাবা-মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। সেই অনুষ্ঠানে শাহরুখ বলেছিলেন যে তিনি তার মাকে মৃত্যুশয্যায় অনেক কষ্ট দিয়েছিলেন। সে তার মাকে মানসিকভাবে আঘাত করেছে। যা ভাবলে আজও আফসোস হয় তার।
অভিনেতা বলেন, ‘আমি ভেবেছিলাম মাকে সন্তুষ্ট হতে না দিলে তিনি চলে যাবেন না। আমি তাকে বললাম, তুমি চলে গেলে আমি আমার বোনের যত্ন নেব না। আমি পড়াশুনা করব না। কাজ করব না। এ ধরনের আরও কত কী যে বলে যেতাম… কিন্তু আমার মনে হয় এগুলো শুধুই শিশুসুলভ বিশ্বাস। অবিবেচকের মতো কাজ করেছি। মাকে যেতেই হয়েছিল। এবং সম্ভবত আশ্বস্ত হয়েছিলেন যে আমি আমার বোনের যত্ন নেব, জীবনে উন্নতি করব।আল্লাহ ভালো জানেন। আর মায়েরা আসলে সব জানেন।’
অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও একজন হৃদয়বান মানুষ হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন শাহরুখ খান। সাধারণ মানুষের যেকোনো বিপদে যেন আগে থেকেই প্রস্তুস থাকেন তিনি।