বাংলাদেশের বর্তমান অবস্থা বেশ শোচনীয়। দেশে যেমন দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট তেমনি দেখা দিয়েছে রিজার্ভের স্বল্পতা। আর এই কারনে আসন্ন ২০২৩ সাল নিয়ে এখনই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
এ দিকে তিনটি কারণে ২০২৩ সালে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আশঙ্কা করা হয় বলে জানান তিনি।
তিনটি কারণ হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এবং চীনা পণ্যের দাম কমে যাওয়া।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সংকট সমাধানে প্রধানমন্ত্রী ৬টি পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো- খাদ্য উৎপাদন বাড়াতে হবে, দক্ষ কর্মী বিদেশে পাঠাতে হবে, রেমিটেন্স বাড়াতে উদ্যোগ নিতে হবে, বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, খাদ্য মজুদ বজায় রাখতে হবে এবং উৎসে কর মওকুফ করে আমদানিকারকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নিতে হবে। খাদ্য আমদানির উপর।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তৃতীয় পক্ষের কাছে না গিয়ে সরাসরি বিদেশ থেকে খাদ্যপণ্য কেনার নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত, এ দিকে ২০২৩ সালের এই সংকট কাটিয়ে ওঠার জন্য এখনই বাংলাদেশ সরকার থেকে নানা ধরনের সব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে সরকার পক্ষ থেকে। এবং সেই সাথে দেশের জনগণের কাছেও সরকার অনুরোধ করেছে সতর্ক ও মিতব্যয়ী হতে।