Sunday , November 24 2024
Breaking News
Home / Entertainment / অবশেষ ইলিয়াস কাঞ্চন জানালেন, সানী-জায়েদ ইস্যুতে কী সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতি

অবশেষ ইলিয়াস কাঞ্চন জানালেন, সানী-জায়েদ ইস্যুতে কী সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতি

ঢাকাই সিনেমার অন্যতম সেরা তারকা দম্পতি আরিফা পারভিন জামান মৌসুমী-ওমার সানী। একদিকে যেমন সংসার সামলিয়েছেন, তেমনি অন্যদিকে অভিনয়ও চালিয়ে গেছেন তারা। তবে দাম্পত্য জীবনের দীর্ঘ ২৭ বছর পর এক এবার বিপত্তি দেখা দিয়েছে গুণী এই তারকা দম্পতির সংসারে। এর আগে জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগপত্র জমা দিয়েছেন অভিনেতা ওমর সানী।

এখন অনেকেই জানতে চান, আসলে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পীদের কল্যাণে কাজ করা এই সমিতি? এই ইস্যুতে সরগরম ঢালিউড পাড়া।

সানি-জায়েদ ইস্যুতে শিল্পী সমিতিতে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে? তা জানিয়ে এবার সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি একা কোনো সিদ্ধান্ত নেবেন না। শিগগিরই বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

কাঞ্চনের ভাষ্য, ‘সানির কাছ থেকে অভিযোগের চিঠি পেয়েছি। লিখিত অভিযোগ নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে। আমরা সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের সাথে মিলে সিদ্ধান্ত নেব। ‘

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “আমাদের কাছে সব ধরনের চিঠি আসে। আমরা সেগুলো সংরক্ষণ করি। প্রতি মাসে যেসব মিটিং হয়, সেগুলোর গুরুত্ব অনুযায়ী আলোচনা করা হয়। সানির অভিযোগের চিঠি নিয়েও একইভাবে আলোচনা করা হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকে বসার চেষ্টা করব।’

প্রসঙ্গত, এক সঙ্গে কাজের সূত্র ধরে পরিচয়, অতঃপর প্রেম। এরপর ১৯৯৬ সালের ২ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বেশ জমকালো আয়োজনের মধ্যদিয়ে ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী। বর্তমানে দুই সন্তানের অভিভাবক তারা।

About Rasel Khalifa

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *