বিখ্যাত গীতিকার, সুরকার, গায়ক নকুল কুমার বিশ্বাস জীবনমুখী গান গেয়ে জনপ্রিয়তা পান। সম্প্রতি রাজনীতিতে নাম লেখালেন এই শিল্পী। যোগ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে।
রোববার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।
জানা গেছে, সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস কয়েক মাস আগে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। অবশেষে সেই ঘোষণা বাস্তবে পরিণত হলো।
নকুল কুমার বিশ্বাস বলেন, আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পরে একটা বড় দল থেকে একটা ফোন এল। আমি বললাম, কয়েক মাস আগে আমি ‘ইনটেক’ ছিলাম, এখন ‘টেক’ হয়ে গেছি।
এ সময় তিনি একটি গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।