ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান তিনি। তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের সাথে দেখা করে ডিবি কর্মকর্তাদের ব্যক্তিগত সমস্যার কথা জানান এবং পরামর্শ চান।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিশা সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে সাইবার বুলিং-এর শিকার ছিলাম বলেই আজ এখানে এসেছি। আমি মনে করি ডিবি অফিস একটি আস্থার জায়গা। শোবিজ ইন্ডাস্ট্রিসহ সকল প্ল্যাটফর্ম থেকে যারা বিপদে আছেন, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হয়রানির শিকার তারা এখানে আসেন, হারুন স্যারের সাহায্য নেন। আমিও এর ব্যতিক্রম নই।
তিনি বলেন, “আমি যদি স্ট্যাটাস দিয়ে কিছু স্পষ্ট করতে চাই, তাহলেও আমি বুলিং হচ্ছি। এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে, স্পেশালি ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।
এদিকে তামিম নামের একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক তার অডিও ফাঁস করেছেন বলে অভিযোগ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।