জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথু পেরির মৃত্যুর কারণ দেড় মাস পর তার ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেছে।
চিকিৎসকরা বলছেন, ‘কেটামিনের ওভারডোজের’ কারণে তিনি সুইমিং পুলে অজ্ঞান হয়ে পড়েছিলেন; তারপর মারা যান।
গত বছরের অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাকে তার সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন তার মৃত্যুর বিষয়ে চিকিৎসকরা সুনির্দিষ্ট কিছু বলেননি।
তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কেটামিন অতিরিক্ত মাত্রায় পানিতে থাকা এবং অজ্ঞান হয়ে যাওয়াই তার মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে।
নব্বই দশকের জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর ছয়টি প্রধান চরিত্রের একজন চ্যান্ডলার বিং হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চরিত্রটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।
বিবিসি জানিয়েছে, ব্যথানাশক ও অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন তিনি। তাকে পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয়েছে।
তিনি ২০১৬ সালে বিবিসি রেডিও টুকে বলেছিলেন যে মদ্যপান এবং মাদকাসক্তির কারণে তিনি ‘ফ্রেন্ডস’ অনুষ্ঠানের তিন বছরের স্মৃতি মনে করতে পারেননি।
এলএ কাউন্টির চিকিৎসকরা জানান, ৫৪ বছর বয়সী পেরির মৃত্যুর কারণ হিসেবে করোনারি ধমনী রোগ এবং বুপ্রেনরফিনের প্রভাবও রয়েছে, যেটি মূলত ওপিওড আসক্তিজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।