বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। তবে ভক্তদের মাঝে ‘পড়শী’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। একনাগারে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন গুণী এই শিল্পী। তবে এদিকে এবার জানা গেছে, গত বেশইকিছু দিন ধরে ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন পড়শী।
এ কারণে তার মুখে অস্ত্রোপচার হয়েছে। গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় গায়িকার মুখে।
শুক্রবার (৮ জুলাই) পড়শীর মা গণমাধ্যমকে বলেন, “পড়শী বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছে। সে ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল। এর জন্য তার অস্ত্রোপচার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “একটি বড় অপারেশন হওয়ায় তিন ঘণ্টা লেগেছিল। চার দিন হাসপাতালে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুখের ভেতরে সেলাই করা হয়েছে অনেকগুলো। আর এখন সে বিশ্রামে আছে। আপনারা সবাই দোয়া করবেন। যাতে সে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরে যেতে পারে। ”
তবে শুধু গানই নয়, অভিনয় দিয়েও মুগ্ধ করেছেন সবাইকে। জানা গেছে ‘শাদী মোবারক’ নামে একটি নাটকে অভিনয় করেছেন পড়শী। এবার ঈদে তার অভিনীত এ নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।