স্ট্রোক ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। এমন খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মিঠুনের পুত্রবধূ মাদালসা শর্মা।
হঠাৎ করেই দুই বাংলার জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে শোকের ছায়া নেমে এসেছে। আর ঠিক তেমনই মাদালসা বললেন, মিঠুনের কিছুই হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এক বিশেষ সাক্ষাৎকারে মাদলসা বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘শাস্ত্রী’ ছবির শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছবির পরিচালক সোহম চক্রবর্তী। সঙ্গে সঙ্গে মিঠুনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এমআরআই বুকে ব্যথা, একটি স্ট্রোক প্রকাশ করেছে। এই সব মিথ্যা।
মাদালসা আরও বলেন, আমার শ্বশুরকে রুটিন চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি মিঠুনের অবস্থা স্থিতিশীল বলেও দাবি করেছেন মাদালসা।
উল্লেখ্য, ২০১৮ সালে, মাদালসা মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। এরপর থেকে মাদলসা তার শ্বশুর মিঠুনের বিশেষ যত্ন নেন। তাই হঠাৎ মিঠুনের অসুস্থতায় হাসপাতালে ছুটে যান। তবে মাদালসা জানিয়েছেন, হাসপাতাল থেকে মিঠুনের অসুস্থতার চিকিৎসা নয়, নিয়মিত রুটিন চেকআপ।