Sunday , January 5 2025
Breaking News
Home / Entertainment / অবশেষে মা হওয়ার সুখবর দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

অবশেষে মা হওয়ার সুখবর দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বাংলা সিনেমার তুমুল আলোচিত অভিনেত্রী ও মডেল মাহিয়া মাহ। নিপুন অভিনয় দিয়ে কোটি ভক্তের মন জয় করলেও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় এসেছেন আলোচনা শীর্ষে। এদিকে গত ২০২২ সালের ১২ সেপ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করে মা হওয়ার সুখবর দেন মাহিয়া মাহি।

মা হওয়ার খবর যখন ঘোষণা করেন মাহি তখন দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের গর্ভবতী মাহি তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। সেই দিন খুব কাছে।

মঙ্গলবার সন্ধ্যায় মাহি বলেন, আড়াই মাস পর তার সন্তানের জন্ম হতে পারে বলে চিকিৎসকের ধারণা।

প্রথম সন্তানের জন্মের আগে মাহি শ্বশুর বাড়ি থেকে উত্তরায় মায়ের বাড়িতে চলে আসেন। মাহি বলেন, “যে ডাক্তারের কাছে নিয়মিত শরীর চেকআপ ও ইনজেকশন করিয়েছি তিনি আমাকে বলেছেন, আড়াই মাসের মধ্যে সন্তানের জন্ম হতে পারে। আমি মা হব।’

ডাক্তারের এমন কথা শুনে দারুণ রোমাঞ্চে দিন কাটছে ঢাকাই ছবির এই নায়িকার। মাহি বলেন, ‘শীঘ্রই নতুন অতিথি আসছেন এমন খবর শোনার পর পরিবারের সবাই বাড়তি যত্ন নিচ্ছেন। আমি সবসময় নিজের যত্ন নিই। আমি আমার ভিতরে শিশুর নিঃশ্বাস অনুভব করতে পারি, আমি তার অস্তিত্ব বুঝতে পারি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে। ’

তবে সন্তানটি ছেলে না মেয়ে এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমি শুরু থেকেই বলে আসছি আমি মেয়ে সন্তান পছন্দ করি। আমি একটা মেয়ে চাই. কেন জানি মেয়েদের প্রতি আমি দুর্বল। ‘

উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় আত্মপ্রকাশ করেন মাহিয়া মাহি। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একধিক ব্যবসায় সফল সিনেমা।

About Rasel Khalifa

Check Also

ডিভোর্সের ৭ বছর পর বিয়ে করলেন তাহসান, জানা গেল পাত্রীর পরিচয়

নতুন বছরের শুরুতে ভক্তদের জন্য আনন্দের খবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *