বিশ্বকাপের দল ঘোষণার আগে ক্রিকেটারদের মধ্যে অন্যতম আলোচিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিটনেস সমস্যা ও ছন্দের অভাবে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সর্বশেষ সুযোগ পেয়েছিলেন। সেখানে মাঝারি পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ দলে নাম লেখান তিনি।
রিয়াদ বিশ্বকাপ দলে সুযোগ পেলেও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্বকাপে টাইগারদের শুরুর একাদশে এই অভিজ্ঞ ক্রিকেটার সুযোগ পাবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। পেস-সমর্থক উইকেটে রিয়াদকে খেলানো যেতে পারে বলে মনে করছেন অনেকে। আর স্পিন সাপোর্টিং উইকেটে রিয়াদের বদলে একাদশে নেওয়া যেতে পারে অতিরিক্ত স্পিনার।
মাহমুদউল্লাহ প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি মনে করেন, রিয়াদকে বিশ্বকাপ দলে রাখা বিসিবির যৌক্তিক সিদ্ধান্ত। বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই বলেও মনে করেন আকরাম।
টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন, রিয়াদকে নিয়ে অনেক দ্বিধা ছিল। আমি সব সময় বলে আসছি বিশ্বকাপ দলে অভিজ্ঞ ক্রিকেটার দরকার। উপযুক্ত হলে রিয়াদকে নিতে হবে। কারণ, এ ধরনের টুর্নামেন্টে অভিজ্ঞতা ভাগাভাগি করতে হয়। রিয়াদকে দলে রাখা বিসিবির ভালো সিদ্ধান্ত। বর্তমান দলে অনেক সম্ভাবনা দেখছি।