সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে তালা দিয়েছিলো ছাত্রলীগের নতাকর্মী। তার রুমের দরজা ও দেয়ালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পোস্টারও সাঁটানো হয়। তবে সে তার যোগাযোগ মাধ্যমে স্টাটাস দেওয়া বন্ধ করেনি। দেশে ঘটে যাওয়া বিভিন্ন প্রসংঙ্গে ও আলোচিত বিষয় গুলো নিয়ে তিনি যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে থাকেন। সম্প্রতি তার করা একটি পোষ্ট যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে।
বাজেট মানে গরিবকে আরও দরিদ্র করা। মধ্যবিত্তকে আরেকটু অভাবী করে তোলার জন্য। ধনীদের চুরি করতে উৎসাহিত করা।
সাধারণ মানুষের পকেট থেকে টাকা আদায় করা সরকারের অপচয় এবং ক্ষমতাবানদের দুর্নীতি।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাপী এই রোগ ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি তার প্রাণশক্তি ফিরে পেয়েছে। এটাকে আরও গতিশীল করতে তিনি বলেন, বিদেশে অর্জিত অর্থ ও সম্পদ দেশে আনলে আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্নই তুলবে না। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট পেশ করেন, যা অর্থমন্ত্রী হিসেবে তার চতুর্থ বাজেট।