দেখতে দেখতেই সময় গড়িয়ে দরজায় কড়া নাড়া মুসলমান দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ‘ঈদুল আজহা’। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বসেছে গরুর হাট। কোরবানি দিতে যার যার চাহিয়া মতো ক্রয় করছেন নানা প্রজাতির গরু। তবে ভালোবেসে মানুষের নামে গরুর নাম রাখা নিয়ে রীতিমতো সারাদেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আর এবার কোরবানির গরুর নাম মানুষের নামে রাখা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের এক নম্বর নায়ক ওমর সানি।
মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানি লেখেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম অন্য কারও নামের সঙ্গে রাখা ঠিক নয়। এটা ইসলামের সাথে যায় না। ‘
নায়ক পরামর্শ দিলেন, “আফ্রিকা বা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলি ট্রান্সফার করেন।”
হাটে নেওয়ার আগে খামারিরা তাদের লালন-পালন করা গরুর বিভিন্ন নাম দিয়ে থাকেন। যদিও কেউ কেউ অনেক আগে থেকেই তাদের প্রিয় প্রাণীর নাম রেখে থাকলেও, বেশিরভাগই আকর্ষণের লক্ষ্যে নামকরণ করে। এক্ষেত্রে তারা আলোচিত-সমালোচিত নামগুলো বেছে নেন।
ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আলোচিত তারকা ‘হিরো আলম’, জায়েদ খানসহ বেশকিছু তারকাদের নামে গরুর নাম রাখা হয়। আর এ নিয়ে সারা-দেশজুড়ে শুরু হয় ব্যাপক শোরগোল।