দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলতি বছরের গত ১৯ এপ্রিল নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার মোশাররফ হোসেন রুবেল। তার মৃত্যুর খবরে মুহুর্তেই পরিবার-পরিজনদের মাঝে নেমে আসে শোকের কালো ছায়া। জানাজা শেষে ঢাকা রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শাহিত করা হয় তাকে।
তবে স্বামীর মৃত্যুর পর তার কবর স্থায়ীভাবে সংরক্ষণের আবেদন করেছিলেন স্ত্রী ফারহানা চৈতি। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম তাকে আশ্বাসও দেন। আর অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন তার কবর স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেল।
সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালে মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ে রুবেলের। এরপর উন্নত চিকিৎসার জন্য কয়েকবার দেশের বাইরেও যান। কিন্তু পরিশেষে মৃত্যুর কাছেই হার মানতে হলো জাতীয় ক্রিকের অন্যতম গুণী এই খেলোয়াড়কে।