মাদক আইনে করা মামলায় বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জামিন বহাল রেখেছেন আদালত। এর আগে আজ রবিবার (১০ অক্টোবর) দেড়টার দিকে এ মামলায় হাজিরা দিতে আদালতে পোছান পরীমনি। এ সময়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন বহাল রাখেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে, মাদককাণ্ডের অভিযোগ গত ৪ আগস্ট পরীমনিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার র্যাব। আটক-কালে তর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা। এরপর এ অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ ২৭ দিন কারাভোগের গত ১ সেপ্টেম্বর জামিনে জেল থেকে মুক্তি পান তিনি।
এদিকে সবকিছু ভুলে আবারো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। জানা গেছে, এরই মধ্যে অভিনয়েও মনোযোগী হয়েছেন এই নায়িকা।