বেশ কিছু দিন আগে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান জানিয়েছেন দেশে ধনী ব্যক্তিদের সংখ্যা ব্যপক হারে বাড়ছে। মন্ত্রীর এমন কথায় দেশের বিভিন্ন মহলে ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এবং অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। তবে এবার মন্ত্রী নিজেই এই ধনী হওয়ার ব্যাখ্যা দিলেন।
রাত পোহালে দেশের মানুষ ধনী হচ্ছে। এটি মিথ্যে নয়। সেটি গড় হিসাব। দেশে পরিবর্তন হচ্ছে, বলেন পরিকল্পনা মন্ত্রী। শনিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আমরাই পারি পারিবারিক নি/র্যা/ত/ন প্রতিরোধ জোট’ আয়োজিত নারী নি/র্যা/ত/নে/র বিরুদ্ধে জাতীয় সম্মেলনে এসব কথা মন্ত্রী। তিনি বলেন, নারী নি/র্যা/ত/ন ও বাল্য বিবাহ রুখতে সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। সম্মেলনে নারী ও শিশু নি/র্যা/ত/নে/র মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, বৈষম্যমূলক আইন সংশোধন সহ নয়টি দাবি জানানো হয়। নারী ও বাল্যবিবাহ রোধে যারা কাজ করছেন, তাদের অনেককেই পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ ক্রমশই এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। এমনকি বাংলাদেশের বর্তমান সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল করতে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। ইতিমধ্যে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই সফলতা দেখে প্রশংসা করছে বিশ্বের উন্নত অনেক দেশ এবং জাতিসংঘ।