জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় তাসমিম সানজানা সৃষ্টিকে স্থায়ীভাবে (বরাদ্দ আসন বাতিল করে) হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।
রবিবার তাকে হল ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেবে প্রশাসন।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী।
তিনি বলেন, “ঘটনার সত্যতা জানতে পেরে হলের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত ছাত্রীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার তাকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
হল প্রভোস্ট আরও বলেন, এ ধরনের ছোট ঘটনা নিয়ে মারামারি কোনোভাবেই কাম্য নয়। পাশেই একটা চুলা ছিল, তারা চাইলে সেটা পরিবর্তন করে অন্য চুলায় রান্না করতে পারত। তা না করে তারা মারামারি ও বাজে ভাষায় গালাগালি করে। এটা মেনে নেওয়া যায় না।’
মঙ্গলবার সকালে হলের রান্নাঘরে সংগীত বিভাগের দ্বাদশ ব্যাচের ছাত্রী তাসমিম সানজানা সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের ছাত্রী ইতি খাতুনকে মারধর করে।
ইতি খাতুন সাংবাদিকদের বলেন, ওভেন খালি থাকায় আমার বোনকে (তাসমিম) ডিম ভাজতে দিয়েছি। কিন্তু রান্না শেষ করতে দেরি হওয়ায় এবং ক্লাসের সময় হওয়ায় তাড়াতাড়ি রান্না শেষ করতে বলি। এরপর সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারে। এরপর কি হয়েছিল মনে নেই। কারণ মারধরের কারণে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম।
জানতে চাইলে তাসমিম সাংবাদিকদের বলেন, জুনিয়র হয়ে ইতি আমার সঙ্গে বেয়াদবি করেছে। আমার দিকে তেড়ে আসে। আমি কি বসে থাকব?