ব্যাংকক যাওয়ার পথে খ্যাতিমান অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী, নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বাংলাদেশ বিমানের ফ্লাইট (BG-388) যোগে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ সকালে বিমানবন্দরে পৌঁছান। চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করার পর তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় গোয়েন্দা সংস্থার নজরে বিষয়টি আসলে তাদের সেখানে আটকে দেওয়া হয় এবং ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।
অভিবাসন পুলিশের একজন কর্মকর্তা পরে তাদের জানান যে, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।
প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিমানবন্দরে এই ঘটনাটি সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে কি তার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হলো? ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।