Thursday , December 26 2024
Breaking News
Home / Entertainment / অবশেষে জানা গেল নাগা-সামান্থার বিচ্ছেদের মূল কারণ

অবশেষে জানা গেল নাগা-সামান্থার বিচ্ছেদের মূল কারণ

তারকাদের বিয়ে নিয়ে যেমন মানুষের মাথা ব্যাথা থাকে তেমনি অনেক ক্ষেত্রেই দেখা যায় বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা। এমন ঘটনা গুলো আরো বেশি আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তেমনি সম্প্রতি তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে নিয়ে যেমন তোড়পাড় ফেলেছিল ভক্তদের মাঝে তেমনি বিচ্ছেদ নিয়ে এবার আলোচনার মুখে এই জুটি। বিচ্ছেদের কারণও এবার মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরলেন তারকা নাগা চৈতন্য।

ভারতের দুই দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে বিচ্ছেদ ভক্তদের চূড়ান্ত হতাশ করেছিল। বিচ্ছেদের কারণ নিয়ে ভক্ত ও গণমাধ্যমে চলছিল চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে ডালপালা মেলেছিল নানা জল্পনা। তবে একাধিক সাক্ষাৎকারে সামান্থা বিচ্ছেদ নিয়ে কথা বলেও মুখে কুলুপ এঁটেছেন নাগা।

তবে সামান্থার খোলামেলা চরিত্রে অভিনয়ই নাকি এই জুটির বিচ্ছেদের কারণ বলে বলিউড লাইফডটকম এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাগা এবং তার পরিবার চাননি সামান্থা কোনো সিনেমায় আপত্তিকর চরিত্রে বা ‘আইটেম’ গানে কাজ করুন। তবে বিয়ের পরেও পছন্দ মতো চরিত্রেই কাজ করে যাচ্ছিলেন সামান্থা।

বিশেষ করে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সিজন টুতে সামান্থার যৌন দৃশ্যে অভিনয় দেখে চমকে যান নাগা ও তার মা-বাবা। তারা অভিযোগ করেন, সামান্থা তাদের ঠকিয়েছেন। তাদের কথা অমান্য করেছেন। আর এরপরই নাকি নাগা-সামান্থার সম্পর্কে চিড় ধরে বলে দাবি ভক্তদের একাংশের।

অবশ্য বিচ্ছেদের পর সামান্থার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনও সন্তান না নিতে চাওয়া আর গর্ভপাতের মতো গুরুতর অভিযোগও তোলা হয়। যদিও এসব অভিযোগের ব্যাপারে খোলামেলা জবাব দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে একটি স্টোরিতে এক বিবৃতিতে সামান্থা জানান, তার ওপর ব্যক্তিগত আক্রমণের উদ্দেশে এসব অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি ভেঙে পড়বেন না। তবে এসব বিতর্কের মধ্যেই আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রীকে।

আসলেই নিজের জীবন সঙ্গীকে অন্যের সাথে আপত্তিকর পরিবেশে দেখলে কারোই সেটা সহ্য করার মত কথা না। সে ক্ষেত্রে নাগা চৈতন্য ও সহ্য করতে পারেননি। আর ফলশ্রুতিতেই আজকে বিচ্ছেদ। যদিও তাদের বিচ্ছেদ না হতো তবুও তারা দাম্পত্য জীবনে সুখী হয়তো থাকতে পারতেন না। কারণ মনের ভিতরে একটা ক্ষোভ তো থেকেই যায়।

About Ibrahim Hassan

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *