সম্প্রতি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর খবরে যেন নড়ে উঠেছে গোটা বিনোদন অঙ্গন। তাকে এভাবে হারাতে হবে, যেন কোনদিন ভাবতেও পারেননি তার পরিবার। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) আলিয়াপুর এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় শিমুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।
অন্যদিকে সন্দেহের জের ধরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বামী নোবেলকে। আর এ জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেছেন তিনি।
জিজ্ঞাসাবাদে পুলিশকে নোবেল জানিয়েছেন, পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরেই শিমুকে দুনিয়া থেকে সরিয়ে দেন তিনি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয় এসব কথা বলেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, নোবেলর কাছ থেকে কাছ থেকে উদ্ধার হওয়া শিমুকে মারার আলামত প্রাইভেটকারের ব্যাকডালায় রক্ত দেখা গেছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এখই সাথে শিমুর মৃত্যুর সঙ্গে অন্য আর কেউ জড়িত রয়েছেন কিনা, সে ব্যাপারটিও রীতিমতো খুতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা।