আজ রোববার (২৬ জুন) সকাল ৬ টায় স্বপ্নের পদ্মাসেতু খুলে দেয়ার কথা থাকলেও যানবাহনের অধিক চাপের কারনে ২০ মিনিট আগেই জনসাধারণের জন্য খুলে দেয়া হয় পদ্মাসেতু। তবে সেতুটি খুলতে না খুলতেই নিয়ম ভেঙে সেতুর উপর দাড়িয়ে হাটা-হাটিসহ সেলফিও তুলতে দেখা যাচ্ছে অনেককে। আর নিয়ে এবার এলো নতুন এক সংবাদ।
পদ্মা সেতুতে গাড়ি থেকে নামলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেতু কর্তৃপক্ষ টহল জোরদার করতে সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীকে চিঠি দিয়েছে। সোমবার (২৬ জুন) থেকে তা কার্যকর হবে।
রোববার (২৬ জুন) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা নিয়ে জাজিরা প্রান্ত পরিদর্শনে এসেছি। পদ্মা সেতুতে বসে ছবি, সেলফি তুলতে গেলে জরিমানা করা হবে সাধারণ মানুষদের। প্রথম দিনেই আমরা সাধারণ মানুষকে সেতু পার হতে যেয়ে সেলফি তুলতে দেখছি। প্রথম দিন আজ শিথিলতা থাকলেও আগামীকাল (সোমবার) থেকে কঠোর ব্যবস্থা নেব। ‘
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উম্মে হাবিবা ফারজানা বলেন, যেসব বাইকার নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পার হওয়ার সময় সেতুতে কোনো যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তুলতে বা হাঁটতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ্মা সেতু পার হওয়ার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে যানবাহন চালানো যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশিকাগুলির মধ্যে রয়েছে: পদ্মা সেতুতে অনুমোদিত গতিসীমা প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার। পদ্মা সেতুতে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো নিষিদ্ধ। যানবাহন থেকে নামা, ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও হাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ। তিন চাকার যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা ইত্যাদি), পথচারী, সাইকেল বা অযান্ত্রিক যানবাহন সেতুটি অতিক্রম করতে পারবে না। গাড়ির বডির চেয়ে চওড়া এবং ৫.৬ মিটারের বেশি উঁচু পণ্যসম্ভারের যানবাহন সেতুটি অতিক্রম করতে পারে না। সেতুতে কোনো ময়লা ফেলা যাবে না।
এর আগে গতকাল শনিবার (২৫ জুন) বেশ ধুমধাম করেই স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সেখানে উপস্থিত ছিলেন ১০ লাখেরও অধিক।