অবৈধ পন্থায় কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবশেষে জামিন পেলেন ব্যাপক আলোচিত সেই যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এর আগে এদিন সকাল থেকেই সম্রাটের মুক্তির দাবিতে আদলতের সামনে উপস্থিত হন তার অনেক অনুসারি।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে সম্রাটকে আদালতে হাজির করা হয়। সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী তার জামিনের শুনানি করেন।
দুদকের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বিকেলে এই জামিনের আদেশ দেন।
একই দিনে আদালত আসামিপক্ষের শেষ সময়ের জন্য সময়ের আবেদন মঞ্জুর করে চার্জশিট শুনানির জন্য ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
রাজধানী ঢাকায় অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অবৈধ পন্থায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা আত্মসাতের অভিযোগ দিয়ে গত ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। আর এরই আলোকে প্রায় তিন বছর কারাভোগের পর অবশেষে জামিন পেলেন তিনি।