রাজধানী ঢাকায় ক্যাসিনো কর্মকান্ডের সূত্র ধরে অভিযানে চালাতেই ৭ দেহরক্ষীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক যুবলীগ নেতা জি কে শামীম। এরপর তদন্ত চালিয়ে তাদের বিরুদ্ধে এক অস্ত্র মামলা দায়ের করা হয়। আর অবশেষে সেই আলোচিত মামলার রায় ঘোষণা করেছে আদালত।
অস্ত্র মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার অন্য আসামিরা হলেন জি কে শামীমের ৭ দেহরক্ষী। জাহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ সামসাদ হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মুরাদ হোসেন।
এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে জিকে শামীম ও সাত দেহরক্ষীসহ তাকে আদালতে আনা হয়। পরে দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের শেষের দিকে সরকার শুরু করে শুদ্ধি অভিযান। আর এই অভিযানে গ্রেপ্তার হন বহুল আলোচিত ও যুবলীগ নেতা জি কে শামীমসহ মোট ৮ জন। সেই থেকে তাদের বিরুদ্ধে চলতে থাকে মামলার কার্যক্রম, আর অবশেষে সেই মামলার রায় দিলো আদালত।