দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিঠির একটি অনুলিপি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টরের হাতে দেওয়া হয়েছে। তবে মূল চিঠিটি হোয়াইট হাউসে পৌঁছে দেবেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
হাশান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দুই দেশের সম্পর্ককে কীভাবে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল এলিন লাউবাকের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দল রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চিঠির অনুলিপি হস্তান্তর করেন।