সম্প্রতি গত কয়েকদিন আগেই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তবে এ ব্যাপারে তখন কিছু না বললেও অবশেষে রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন গুণী এই অভিনেত্রী নিজেই।
হঠাৎ হঠাৎ রাজনীতিতে জড়িয়ে পড়ায় বর্তমানে চলচ্চিত্রে কম সময় দিচ্ছেন তিনি। এছাড়া তিনি একজন মা, তার হাতে কিছু চলচ্চিত্রের কাজও রয়েছে। সেই সঙ্গে আসে নতুন দায়িত্ব। ফলে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ত্রিমুখী দায়িত্ব নিয়ে কথা বলেছেন মাহি।
মাহি তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি এখন স্বাভাবিক আছেন। আর কয়েকদিন পর বিশ্রামে যেতে হবে। তাই হাতে থাকা সিনেমাগুলোর শুটিং শেষ করতে হচ্ছে। তবে সাবধানে শুটিং করছেন। রাজনীতি প্রসঙ্গে মাহি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়েছি। আর সেখান থেকেই আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়। একজন মানুষ সব কিছু বাদ দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করলেন। সকল প্রকার ত্যাগ স্বীকার! তার এই উপলব্ধি থেকে আমি বঙ্গবন্ধুর প্রতি খুবই দুর্বল হয়ে পড়ি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সব মানুষের পাশে দাঁড়ানো আমাকে মুগ্ধ করেছে।
এই অভিনেত্রী আরও জানান, মূলত আমি মনে-প্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। বঙ্গবন্ধুর মতো মানুষের পাশে আমি নিঃস্বার্থভাবে থাকতে চাই। তবে রাজনীতিতে নাম লেখালেও আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো পরিকল্পনা নেই মাহির। ভালো রাজনৈতিক জ্ঞান অর্জন এবং একটু বড় হওয়ার পর তিনি নির্বাচন করবেন।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই কোটি ভক্তের মনের মাঝে জায়গা করে নিয়েছে মাহিয়া মাহি। এছাড়া বর্তমানেও বেশ জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন তিনি।