দুই-বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সারা বছরই অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন। এই বছর তিনি টলিউডে মুখ্য অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। এবার দেশীয় চলচ্চিত্রে নিজের অভিনয়ের জাদু দেখানোর পালা। এমনই সুখবর দিলেন অভিনেত্রী।
মিথিলা অভিনীত সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বালা তারা’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নদী ও নারীর ভিন্নধর্মী গল্প দেখা যাবে। এতে ‘তারা’ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
ছবিটির সার্টিফিকেট ফেসবুকে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “অবশেষে অপেক্ষার দিন শেষ হলো। অরুণ চৌধুরীর অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’ সেন্সর পেয়েছে। ‘তারা’ চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের একটি চরিত্র। অনেক ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকে।শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।দর্শকের ভালোবাসার অপেক্ষায় “জলে জ্বলে তারা।”
ইফফাত আরেফিন তানভির গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ এফ এস নাঈম। বললেন, ‘এখন কিছু বলব না। টিজার এলে দর্শক বুঝতে পারবেন এই ছবির জন্য আমি ব্যক্তিগতভাবে কী ধরনের প্রস্তুতি নিয়েছি।
জানা গেছে, মাত্র ১৬ দিনের শুটিংয়ে তৈরি হয়েছে ‘জলে জ্বালা তারা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আক্তার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। রায়হান খান সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।