দাম্পত্য কলহের জের ধরে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর অনেক লুকিয়ে শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে অতঃপর দ্বিতীয় সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসতেই সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন বাংলা সিনেমার সুপার স্টার অভিনেতা ও ঢালিউড ‘কিং খান’ খ্যাত তারকা শাকিব খান। আর এই বিষয়টি নিয়ে রীতিমতো মুখ খুলেছেন অনেকেই।
সেই আলোকে শাকিব বুবলীর বিষয়ে কথা বললেন এফডিসি সভাপতি ইলিয়াস কাঞ্চন।
বুবলী ও শাকিব খানের বিয়ে উপলক্ষে ইলিয়াস কাঞ্চন বলেন, কেউ অসামাজিক কাজ করলে তার বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু শাকিব বিবাহিত হওয়ায় সবাই তার পেছনে লেগেছে। একজন মানুষ প্রিয় মানুষ থাকতেই পারে। তাকে বিয়ে করলে দোষের কিছু নেই।
এ সময় তিনি আরও বলেন, শাকিব কী ভুল করেছেন? বিবাহিত ব্যক্তি রাজি হলে কোন সমস্যা নেই। তিনি তার সাথে অবৈধ কিছু করছেন না। তাহলে সমস্যা কোথায়? আপনি যদি বিয়ে করেন তবে আপনার একটি সন্তান হবে, একটি বৈধ সন্তান হবে। বিয়ে করে সন্তান হলে সমস্যা কোথায়?
প্রথমে ঢালিউড ক্যুইন অপু বিশ্বাসকে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে, ছেলে শেহজাদ খান বীরকে আড়ালে রাখা, কবে বিয়ে হয়েছে শাকিব-বুবলীরসহ নানা প্রশ্ন উঠতে থাকে সোশ্যালে। কেউ কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, অনেকে তার সমালোচনাও করেছেন। একনাগাড়ে দুই সহকর্মীর কাছ থেকে নিজের বিয়ে ও সন্তানের কথা গোপন রাখায় তীব্র সমালোচনার মুখে পড়েন শাকিব খানও।
এক সঙ্গে কাজের সূত্র ধরে পরিচয় থেকে ২০১৮ সালে বুবলীকে অনেকটা গোপনে বিয়ে করেন শাকিব খান। বুবলী নিজেই জানান বিয়ের পর তাদের হানিমুন কাটে সুদূর আমেরিকায়। এর বছর খানেক পরেই শেহজাদ খান বীরের জন্ম হয়।