মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সম্প্রতি গত কয়েকদিন আগেই শিশু আলীনা ইসলাম আয়াতকে অপহরণের পর ‘শ্বা”স”রো’ধে’ ‘হ”ত্যা” অতঃপর ছয় টু’ক”রো’ করে সা’গ”রে ‘ভা’সি’য়ে’ দে’য়ার ঘটনায় এবার নতুন এক তথ্য দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আর তা হলো- ‘নি’হ”ত শিশু আ’য়া’তে’র শরী’রের খ’ণ্ডি’তাং’শ উ’দ্ধা’র করতে সক্ষম হয়েছেন তারা। এর আগে এ ঘটনায় অন্যতম মূল হোতা আবির আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পিবিআই পরিদর্শক (মেট্রো) মর্জিনা আক্তার জানান, বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর আকমল আলী সড়কের শেষ প্রান্তে একটি ড্রে’নে স্লুইকগেটের কাছে দু’ই ‘পা’য়ে’র বি’চ্ছি”ন্ন ‘অং’শ পাওয়া যায়।
চট্টগ্রাম নগরীতে শিশু আ’য়া’তকে ‘হ”ত্যা’ করে ‘লা’শ’ ছয় টু’ক’রো করে ভা’সা’নোর পর আবিরের বাবা-মা ও ছোট বোনকে আটক করেছে চট্টগ্রাম নগরীতে। আদালত তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন। তবে বোনটি নাবালক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিম সহায়তা কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
পিবিআই পরিদর্শক (মেট্রো) মনোজ কুমার দে জানান, মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের পরপরই তিনজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
পিবিআই টিম গত শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ও রবিবার তার বর্ণনা অনুযায়ী ‘লা’শ” উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তার দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং অতিরিক্ত আলামত সংগ্রহের জন্য পিবিআই তাকে রিমান্ডে নেয়। প্রথম দফায় গত শনিবার (২৬ নভেম্বর) আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার দ্বিতীয় দফায় তিনি আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর মঙ্গলবার (২৯ নভেম্বর) আবিরের বাবা, মা ও ১৫ বছরের ছোট বোনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয় পিবিআই।
পিবিআই জানায়, আজহারুলের ছেলে আবির আলী তাদের বাড়ির ভাড়াটিয়া মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করার পরিকল্পনা করেছিল। ১৫ নভেম্বর বিকেলে, আবির তার বাবার বাড়িতে প্রবেশ করে, যেখানে কেউ উপস্থিত ছিল না, বাড়ির সামনে থেকে আয়াতকে আদর করতে করতে নিয়ে যায়। সেখানে ১৫ মিনিটের মধ্যে আয়াতকে ‘শ্বা’স’রো”ধ ‘করে ‘হ”ত্যা” করে আবির।
এরপর কৌশলে ছোট্ট আয়া”তকে ৬’ টু”’ক’রো করে সা’গরে ভা’সিয়ে দেয় আবির আলী। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ সনাক্ত করে আবির আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারের চার দেয়ালের মাঝেই দিন কাটছে তাদের।