সম্প্রতি হিরো আলমের ‘বিকৃতভাবে’ রবীন্দ্র সংগীত গাওয়া নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে অনেকের অভিযোগ সে শুদ্ধ ভাবে গান করতে পারে না অথচ সে কিভাবে রবীন্দ্র সংগীত গেয়েছে। সে সংগীতের অবমাননা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এক শিল্পী। এমন আলোচনা-সমালোচনার মধ্যে হঠাৎ হিরো আলমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। তার কয়েক দিনের মধ্যে তার নামে মামলা হলে তাকে পুলিশ গ্রেফতার করে পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। হিরো আলমের মুচলেকা দেওয়া প্রসঙ্গে এবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল।
হিরো আলমকে মুচলেকা দিতে বাধ্য করা হয়েছে যে তিনি আর ‘বিকৃতভাবে’ রবীন্দ্র সংগীত বা নজরুল গীতি গাইবেন না।
অন্যরা পারবে এটা করতে? অন্যদেরকে তাহলে মুচলেকা দিতে বাধ্য করা হোক।
প্রসঙ্গত, হিরো আমলকে ‘বিকৃতভাবে’ রবীন্দ্র সংগীত গাওয়াকে কেন্দ্র করে সমালোচনা ঝড় উঠে এবং শেষ পর্যন্ত তার নামে মামলার হওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে রবীন্দ্র সংগীত আর গায়বেন না শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান। কিন্তু এ প্রসঙ্গে ড. আসিফ নজরুরে দাবি তার মত অন্যদেরও মুচলেকা দিতে বাধ্য করা হোক।