এক চিত্রনায়িকার সাথে ফোনালাপ ফাঁস হওয়া এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন ভাষায় বক্তব্য প্রদানের পর মন্ত্রিসভা থেকে বহিস্কৃত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ( Murad ) হাসান৷ মন্ত্রীসভা থেকে বহিস্কারের পর প্রায় আড়াই মাস একরকম নিখোঁজ হয়েই ছিলেন তিনি৷ অবশেষে আজ জামালপুরে( Jamalpur ) আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আবারও আলোচনায় উঠে আসেন তিনি।
জামালপুরে( Jamalpur )র সরিষাবাড়ীতে আজ বুধবার বিকেলে( Wednesday afternoon ) পৌর এলাকার শিমলাবাজার বাসস্ট্যান্ডে( Shimlabazar bus stand ) আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে ডা. মুরাদ( Murad ) হাসান বলেন, ‘আওয়ামী লীগ( 'Awami League ) মানুষের স্বপ্ন ও অঙ্গীকার পূরণের রাজনীতি করে। সরিষাবাড়ী বাস টার্মিনাল( Sarishabari bus terminal ) ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হলো।’
তিনি আরো বলেন, ‘যারা শেখ হাসিনার( Sheikh Hasina ) উন্নয়ন বিশ্বাস করে না তারা স্বাধীনতাবিরোধী জামাত-বিএনপির( Jamaat-BNP ) দোসর।
জামাত-বিএনপি উন্নয়ন বোঝে না। তারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে। দেশবিরোধী কাজে যারা লিপ্ত হবে তাদের প্রতিহত করতে আমি মুরাদ( Murad ) সবার আগে থাকব। ‘
দলের মধ্যে নেতাকর্মীদের বিভাজন করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে দাবি করে তিনি বলেন, ‘মিথ্যাচার করে এরা সরিষাবাড়ীর( Mustard plant ) মানুষকে বারবার ধোঁকা দেয়। দলের মধ্যে এসব স্বাধীনতাবিরোধীকে আমরা প্রতিহিত করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা( Faizul Wasima ) নাহাতের সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন( Gias Uddin ) পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন( Monir Uddin ), থানার পরিদর্শক মীর রকিবুল হক( Mir Rakibul Haque ), বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ( MA Latif ), মহাদান( Mahadan ) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী( Azmat Ali ) মাস্টার প্রমুখ বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের( Sarisabari Muktijoddha Sangsad ) সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন( Mofazzal Hossain ), সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ( Abdul Majid ), তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের( Tarakandi police investigation center ) উপপরিদর্শক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল( Sakhawatul Alam Mukul ), আব্দুল হক তরফদার( Abdul Haq Tarafdar ) প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি সরিষাবাড়ী বাস টার্মিনাল( Sarishabari bus terminal ) ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রসঙ্গত, মন্ত্রীসভা থেকে বহিস্কারের পর কানাডাতে( Canada ) অবস্হানের চেষ্টা চালালেও সেদেশে( country ) বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিপুল প্রতিরোধের মুখে আবারও দেশে ফিরে আসতে বাধ্য হন ডা. মুরাদ( Murad ) হাসান।