আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন শ্রীদেবী। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন চুটি। নব্বইয়ের দশকে, শ্রীদেবী বলিউডের প্রযোজক এবং কাপুর পরিবারের সদস্য বনি কাপুরকে বিয়ে করেন।
অনেকের দাবি, জাহ্নবীর গর্ভধারণের কারণে বনি ও শ্রীদেবীকে তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল।
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন বনি। হিন্দুস্তান টাইমস অনলাইনের খবর।
২৪ ফেব্রুয়ারী, ২০১৮ -এ দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলে শ্রীদেবী ডুবে যান। তবে, তার মৃত্যুর পরেও, তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এ সময় অনেকেই বনির দিকে আঙুল তোলেন।
বিয়ের কথা বলতে গিয়ে বনি বলেন, “শ্রীদেবীর সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। সেখানে আমরা বিয়ে করি ২ জুন, ১৯৯৬ -এ। বিয়ের পর এক রাতে আমরা মন্দিরে ছিলাম। জানুয়ারিতে শ্রীদেবীর গর্ভাবস্থা স্পষ্ট হয়ে ওঠে।” তখন সামাজিক বিয়ে ছাড়া আমাদের আর কোন উপায় ছিল না।আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল জানুয়ারিতে (১৯৯৭ )।অনেকে মনে করেন জাহ্নবী (জন্ম ৬ মার্চ, ১৯৯৭ ) আমাদের বিয়ের আগে এসেছিলেন, কিন্তু তা সম্পূর্ণ ভুল।